জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজের কল্যানে যেনো আরো বেশি মাত্রায় ভুমিকা নিতে পারে গোর্খা সমাজ । আহ্বান রাখলেন রেজিস্টার অফ কো-অপারেটিভ দিলীপ কুমার চাকমা। রবিবার পালিত হল গোর্খা কল্যাণ সমিতির প্রতিষ্ঠা দিবস । অনুষ্ঠানের উদ্বোধন করেন রেজিস্টার অফ কো-অপারেটিভ দিলীপ কুমার চাকমা। গুর্খাবস্তি আশ্রয় পেনশন আবাসে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ১৯৪৬ সালে প্রতিষ্ঠা হয় গোর্খা কল্যাণ সমিতির । তবে তা রেজিস্টার হয় ২০০৪ সালে। এবছর ১৮ তে পা দিল গোর্খা কল্যাণ সমিতি।
রাজ্য
পালিত হল গোর্খা কল্যাণ সমিতির প্রতিষ্ঠা দিবস
- by janatar kalam
- 2022-08-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this