2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

হর ঘর তিরঙ্গা কর্মসূচির উপর গুরুত্বারোপ তথ্য অধিকর্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান। কেননা এ বছরই ভারতবর্ষের স্বাধীনতা 75 বর্ষ পূর্ণ করেছে। এই উপলক্ষে ভারত সরকার দুই বছরব্যাপী টানা কর্মসূচি হাতে নিয়েছে। ত্রিপুরায়ও যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। একই সঙ্গে 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি রূপায়ণে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার এনিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় তথ্য সংস্কৃতি দপ্তরে। দফতরের অধিকর্তা রতন বিশ্বাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। উপস্থিত ছিল এসপি ট্রাফিক , এডিশনাল এসপি , এস বি, তথ্য-সংস্কৃতি দপ্তরের বিভিন্ন আধিকারিকগন সহ সংবাদ প্রতিনিধিরা।এদিন তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তার রতন বিশ্বাস জানান, সারা রাজ্যে প্রায় পাঁচ দশমিক 2 7 লক্ষ পরিবারে তিরঙ্গা পতাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 3372 টি লোকেশনে জাতীয় পতাকা বিক্রির স্টল খোলা হয়েছে। প্রত্যেক পরিবার নির্দিষ্ট দামে জাতীয় পতাকা ক্রয় করতে পারবে। পাশাপাশি রাজধানীর আসাম রাইফেলস ময়দানে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। চেষ্টা চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একযোগে সরাসরি সম্প্রচার করার। যাতে করে প্রত্যেকে বাড়িতে বসে অনুষ্ঠান দেখতে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service