2024-12-30
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নেতাজি প্লে ফোরামে কাল্পনিক রাম মন্দির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-অযোধ্যায় যেখানে চলছে বাস্তবের রাম মন্দির নির্মাণের কাজ, সেই মন্দিরের কাল্পনিক রূপ এবার পুজোর দিনগুলিতে দর্শনার্থীরা প্রত্যক্ষ করবেন আগরতলার নেতাজি প্লে ফোরামে। এই কাল্পনিক পুজো মণ্ডপের নির্মাণের কাজ শুক্রবার সকালে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হয়। একপ্রকার ঢাক ঢোল পিটিয়ে উৎসবের আমেজেই এদিন শুরু হয় প্যান্ডেল নির্মাণের কাজ। উদ্যোক্তা সংস্থার সম্পাদক দেবজ্যোতি দেব এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের অনেক মানুষের পক্ষেই অযোধ্যায় গিয়ে রাম মন্দির প্রত্যক্ষ করা সম্ভব নয়। তাই রাজ্যের মানুষদের রাম মন্দির দেখার সুযোগ করে দেওয়ার জন্যই রাম মন্দিরের অনুকরণে কাল্পনিক এই প্যান্ডেল নির্মাণের উদ্যোগ। প্যান্ডেল নির্মাণের দায়িত্ব রয়েছেন বহির রাজ্যের শিল্পীরা। এছাড়া প্রতিমা ও আলোক সজ্জায় রয়েছে রাজ্যের শিল্পী। এবছর ক্লাবের পূজোর বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service