জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শরীর-মন সুস্থ রাখার একমাত্র অবলম্বন শারীরিক চর্চা। সেই দিকে লক্ষ রেখে আগামী 4 আগস্ট ন্যাশনাল জয়েন্ট এন্ড বোন ডে কে সামনে রেখে এক সাইকেল রেলির আয়োজন করেছে কলকাতার মেডিকা হাসপাতাল, রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশন।রবিবার সকালে রেলিতে প্রায় 100 জন সাইকেলিস্ট অংশগ্রহণ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর বিকাশ কাপুর,রোটারি ক্লাব অফ আগরতলা সিটির প্রেসিডেন্ট ডক্টর অচিন্ত্য ভট্টাচার্য প্রমূখ। রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বর্তমান যুব সমাজকে ধূমপান ও মাদক সেবনের কুফল সম্পর্কে অবগত করবে।
রাজ্য
যুব সমাজকে ধূমপান ও মাদক সেবনের কুফল সম্পর্কে অবগত করার পথ পরিক্রমা
- by janatar kalam
- 2022-07-31
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this