2024-11-17
agartala,tripura
রাজ্য

এটাই কংগ্রেসের স্বভাব এবং চরিত্র : বিপ্লব (বিস্তারিত পড়ুন )

আগরতলায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং অধির রঞ্জন চৌধুরীর রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যকে ঘিরে তোলপাড় ত্রিপুরাও। এই মন্তব্যের ধিক্কার জানিয়ে রাজ্যের দিকে দিকে প্রতিবাদ মিছিলে সামিল শাসক দল বিজেপির নেতা কর্মীরা। উল্লেখ্য সম্প্রতি দেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়াগান্ধী এবং অধির রঞ্জন চৌধুরী। এমনই অভিযোগ শাসক দল বিজেপির। এর প্রতিবাদে গোটা রাজ্যের সাথে প্রতিবাদে মুখর রাজ্যের শাসক দল বিজেপির নেতাকর্মী সমর্থকরা। বৃহষ্পতিবার সন্ধ্যায় আগরতলায় দলের প্রদেশ কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সোনিয়া গান্ধি এবং অধির রঞ্জন চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ করেন কর্মী সমর্থকেরা। এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দলের রাজ্য সাধারণ সম্পাদক কিশোর বর্মন, পাপিয়া দত্ত সহ আরো অনেক। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন,
জাতীয় কংগ্রেসের বিরোধী দল নেতা অধীর চৌধুরী যে ভাষায় রাষ্ট্রপতিকে অপমান করেছে তা নারী জাতির অপমান, রাষ্ট্রের অপমান। কংগ্রেসে সোনিয়া গান্ধীর মত সর্বোচ্চ নেত্রী থাকতে যে ভাবে অধীর চৌধুরী দ্রৌপদী মুর্মুর প্রতি বিকৃত শব্দ ব্যবহার করে অপমানজনক মন্তব্য করলেন তা অত্যন্ত ন্যক্কারজনক। অধীর চৌধুরী মাতৃজাতির অপমান করেছেন। ক্ষমা চাইলেই এই ধরনের অপমানের ক্ষমা হয় না। এটাই কংগ্রেসের স্বভাব এবং চরিত্র। কংগ্রেস দল থেকে অধীর রঞ্জন চৌধুরীকে অবিলম্বে বহিষ্কার করা উচিত।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service