2025-01-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহিলা মোর্চার কৃতি সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কৃতি ছাত্রীদের উৎসাহিত করতে এবার সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করল মহিলা মোর্চার সদর শহর জেলা কমিটি। সংগঠনের অন্তর্ভুক্ত এলাকায় যে সমস্ত ছাত্রীরা এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সংবর্ধনা দেয় সংগঠন। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি ছাত্রীদের হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দেয় নেতৃত্ব। অনুষ্ঠানে বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য ছাড়াও ছিলেন মহিলা মোর্চার সদর শহর জেলার সভানেত্রী ঝুমা বিশ্বাস সহ আরো অনেকে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service