জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শীঘ্রই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক সরকারের কাছে এ ডি সি-র ভিলেজ কাউন্সিলের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।পুরোপুরি প্রস্তুত রয়েছে প্রদেশ কংগ্রেস।বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবির কথা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।এছাড়া তিনি আরও জানান প্রদেশ কংগ্রেস ব্যাপক আন্দোলন সূচি গ্রহণ করেছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে।গণতন্ত্র রক্ষা , পুনরুদ্ধার এবং মানুষের জীবন সম্পত্তি রক্ষার্থে কংগ্রেস লড়াই চালিয়ে যাবে।রাজ্যের আইন শৃংখলার চরম অবনতি হয়েছে এবং পুলিশ মানুষের জীবন সম্পত্তি রক্ষা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।পরিণতিতে বি জে পি-র জনসমর্থন পুনরায় 1.5 % শতাংশে পৌঁছে যাবে।এদিন বিজেপি থেকে বেশ কয়েকজন পৃষ্ঠা প্রমুখ এবং কারিয়া কর্তা কংগ্রেসে যোগ দেন বলে সুদীপ রায় বর্মন জানিয়েছেন।
রাজ্য
ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে আন্দোলনে নামছে কংগ্রেস
- by janatar kalam
- 2022-07-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this