জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মেলারমাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনে বুধবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়নের ৪র্থ রাজ্য সন্মেলন। সন্মেলনে উপস্থিত ছিলেন বাম শ্রমিক নেতা মানিক দে সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। সন্মেলনের মূল বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন মানিক সরকার সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সুর চড়িয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তোপ দেগেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রীকে। সন্মেলনে আক্রমনের মূল অভিমুখ ছিল কেন্দ্রের বিজেপি সরকার। বেশ ঝাঁঝালো ভা্ষায় আক্রমন করতে দেখা গেল এদিন তাকে।এদিন রাজ্যের নানা বিষয়ে অভিযোগ ছুয়ে যান মানিক সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে মানিক সরকার বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চলছে সব তুঘলকী কান্ড কারখানা।যখন খুশী তখন নানা ফরমানে শিক্ষক শিক্ষিকাদের মাথা খারাপ করে দিচ্ছে। দপ্তরের আগপাশ তলা ভরে গেছে দুর্নীতিতে। বদলী থেকে সুরু করে নানা বিষয়ে চলছে টাকার খেলা। উপর থেকে নীচের দিক, সব দিকেই চলছে ঐ টাকার খেলা।
রাজ্যের হকারদের উদ্যেশ্যে মানিক সরকার আগামীর সুর বেধে দিয়ে বলেন, ঘরে চুপ করে বসে থাকলে চলবে না। ঘরের দরজা, জানালা খুলতে হবে। যেতে হবে মানুষের কাছে। একের সঙ্গে অপরের কোনও বিরোধ নাই। এটা মনে রাখতে হবে।
রাজ্য
রাস্তায় নামার আহ্বান বিরোধী দলনেতার
- by janatar kalam
- 2022-07-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this