2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

পথের বলি পুলিশ কর্মী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পথের বলি হলেন এবার রাজ্য আরক্ষা দপ্তরের এক কর্মী। বাড়ি থেকে নিজের স্কুটি করে পেশাগত দায়িত্ব পালন করতে যাবার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাদল চন্দ্র সরকার নামে এক পুলিশ কনস্টেবল। ঘটনা বুধবার শআগরতলা শহরতলী সিদ্ধি আশ্রম এলাকায় জাতীয় সড়কে। মৃত পুলিশকর্মীর বাড়ি ও এন জি সি নেতাজি নগর এলাকায়। বয়স ৫৪ বছর। নিজের বাড়ি থেকে স্কুটিতে করে পেশাগত দায়িত্ব পালন করতে যাবার পথে পথের বলি হলেন বাদল বাবু। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, উদয়পুর থেকে যাত্রীবাহী একটি বাস আগরতলার দিকে যাবার পথে সিদ্ধি আশ্রম এর কাছে আসতেই, রড বোঝায় একটি গাড়ি স্থানীয় গোডাউন থেকে হঠাৎ বের হয়ে মূল রাস্তায় চলে আসলে, বাস চালক হতভম্ব হয়ে পড়েন। তখন বাসের চালক রাস্তার একেবারে পাশ দিয়ে আসা একটি স্কুটি চালকের উপর বাস চালিয়ে দেয়। আর এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালকের। ব্যস্ততম সড়কের দুর্ঘটনায় এক স্কুটি চালকের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। পরে তারা রক্তাক্ত অবস্থায় স্কুটি চালককে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশের কনস্টেবলকে যাত্রীবাহী বাস পিষে দেওয়ার ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service