2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জলের দাবীতে বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আমবাসা প্রতিনিধি :-বেশ কয়েক দিন বিকল পাম্প। ফলে মারাত্মক জল কষ্টে ভুগছেন এলাকার মানুষ। বুধবার সকালে আমবাসা মহকুমার একাংশ ক্ষুব্দ জনতা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে পাম্প মেশিনের অফিস ঘরটিতে ঝুলিয়ে দিলেন তালা। পূর্ব নালীছাড়া গ্রাম পঞ্চায়েতের এই পাম্প মেশিনটির মাধ্যমেই থেকে পূর্বনালিছড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ ও বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ লোক পানীয় জল সংগ্রহ করেন। এলাকাবাসীদের অভিযোগ প্রায় এক মাস সময় ধরে এই মেশিনটি একপ্রকার বিকল। বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে তালা ঝোলাতে হল তাদের। ঘটনায় ছুটে আসে আমবাসা থানার পুলিশ। আসেন DWS দপ্তরের আধিকারিকরা। আশ্বাস দেওয়া হয় দ্রুত সমস্যা সমাধানের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service