2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মার্চেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে জয়ী “ক” প্যানেলের শাসক বিজেপি দল

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- অবশেষে জল্পনার অবসান । বিপুল সংখ্যক ভোটে সবগুলো আসন অর্থাৎ ১১ টি আসনেই জয়ী হলো তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনের “ক” প্যানেলের শাসক বিজেপি দলের “নিরপেক্ষ ব্যাবসায়ী ঐক্য”র ১১ জন প্রার্থীগণ । পুনরায় আগামী ৫ বছরের জন্য তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ক্ষমতা পেলো শাসক শিবিরের প্রার্থীরা । আসন্ন ২০২৩ পাখির চোখ রাজ্য বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে আর মাত্র হাতে গোনা ৬ মাস বাকি । আর তাঁর ঠিক প্রাক মুহূর্তেই গতকাল রবিবার সকাল ৭ টা থেকে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হওয়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনের ফলাফলে ফের শাসক শিবিরের জয় নিয়ে ইতিমধ্যেই তর্জমা শুরু হয়ে গেছে বিরোধী গোষ্ঠীর মধ্যে । তবে কী আসন্ন ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই সাধারণ নির্বাচন এক বিরাট প্রভাব ফেলতে চলেছে – উত্তরে শুধুই সময়ের অপেক্ষা । উল্লেখ্য, রবিবার সকাল ৭ টা থেকেই উৎসবের মেজাজে শুরু হয়েছিল তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন । উক্ত সাধারণ নির্বাচনে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে রাত ২ টা নাগাদ ব্যবসায়িকের রায় অর্থাৎ ভোট বাক্সের গননা চলাকালীন পর্যন্ত গোটা তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছিল বিশাল পুলিশ ও TSR বাহিনীর জওয়ানদের টহলদারি । তবে সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে রাত ৭ টা থেকে বিশাল নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হয় রাতভর ভোট গণনা পর্ব । তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে মোট ১৫৬৯ জন ভোটারের মধ্যে শেষ লগ্নে এসে মোট ভোট পড়েছিল ১৪৩২ টি । যদিও মোট ৭ টি রাউন্ডে শেষ হয় গননা পর্ব । তবে গভীর রাত পর্যন্ত গণনা সম্পন্ন হলে শাসক বিজেপি দলের “ক” প্যানেল অর্থাৎ “নিরপেক্ষ ব্যবসায়িক ঐক্য”র ১১ জন মনোনীত প্রার্থীকেই রিটার্নিং অফিসার অবশেষে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে নির্বাচিত বলে ঘোষণা করেন । শাসক শিবিরের এই ১১ জন জয়ী প্রার্থীরা হলেন, অভিশ্রুতি বর্মন, কৃষ্ণপদ দাস, সুজিত সাহা, মধুসূদন রায়, কেশব পাল, চন্দন পাল, অসীম পাল, নরেশ চন্দ্র দাস, ক্ষিতিশ দাস, কুমুদ পাল এবং গৌতম বনিক । এই ব্যাপারে পরবর্তীতে জয়ের আনন্দ মুখে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে “ক” প্যানেল অর্থাৎ “নিরপেক্ষ ব্যবসায়ী ঐক্যে”র জয়ী বিজিত প্রার্থী মধুসূদন রায় জানান—

“প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বাজারের সকল ব্যবসায়ীদের সুবিধার্থে ও বাজারের সামগ্রিক উন্নতি-কল্পে । এছাড়াও তিনি আরো বলেন, বিগত দিনেও তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন সকল রকম পরিস্থিতিতে তেলিয়ামুড়া বাজারের সকল ব্যবসায়ীদের পাশে ছিল আর বর্তমানেও মার্চেন্ট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া বাজারের সকল ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে ল্যাম্প-পোষ্টের অবতীর্ণ থাকবে এবং বাজারের সামগ্রিক উন্নয়ন বহাল থাকবে” ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service