জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগামী ৩১ জুলাই গোটা দেশের সঙ্গে রাজ্যেও প্রতি জেলায় চাক্কা জ্যাম কর্মসুচী পালন করতে চলেছে সারা ভারত কৃষক সভা। সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন কৃষক নেতা পবিত্র কর। তার অভিযোগ,কৃষক আন্দোলন প্রত্যাহার করাতে গিয়ে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন তিনি। চারটি কৃষি সংক্রান্ত বিল প্রত্যাহারের কথা আজ কথাতেই রয়ে গেছে বলে তার অভিযোগ। তাই এর প্রতিবাদে ময়দান গরম করতে দেশের প্রায় ৫ শতাধিক জেলা জুড়ে ঐ আন্দোলনে নামতে চলেছে সারা ভারত কিষান সংযুক্ত মোর্চা। শুক্রবার আগরতলায় বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা তাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা সংগঠিত করে। রাজ্য কমিটির সভা থেকে ঐ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচীকে অনুমোদন দেওয়া হয়েছে।
Leave feedback about this