2024-12-19
agartala,tripura
রাজ্য

বিদ্যুৎ বিলের প্রতিবাদ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-লোকসভার বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ আইন সংশোধনী বিল আনার চেষ্টা করছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির অজুহাত তুলে বিদ্যুৎ মাশুল বহুগুণ বৃদ্ধি করবে উৎপাদনকারী কোম্পানিগুলি। কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ ধর্না কর্মসূচি সংঘটিত করে অল ইন্ডিয়া ইলেকট্রিকসিটি কনজিউমারস অসোসিয়েশন ত্রিপুরা শাখা। ছয় দফা দাবিকে সামনে রেখে বটতলায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য আহ্বায়ক সঞ্জয় চৌধুরী।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের রাজ্য আহ্বায়ক শ্রী চৌধুরী জানান, স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ছিল অত্যাবশাক পরিষেবা। জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা বিদ্যুৎ পরিষেবা ২০০৩ সালে আইন পাশ করে বিদ্যুৎকে ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করতে বেসরকারিকরণ করার প্রয়াস শুরু করে। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বন্টন এই তিন ভাগে ভাগ করে সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে বিদ্যুৎ আইনকে সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার একটি সংশোধনী বিল আনে। সেদিন সারাদেশে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ঝড় উঠলে, বিভিন্ন কারণে এই বিল পাশ করাতে সক্ষম হয়নি তারা। কিন্তু বর্তমানে সরকার লোকসভার বর্ষাকালীন অধিবেশনে এই বিল পাশ করানোর চেষ্টা করছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service