2024-12-20
agartala,tripura
রাজ্য

দিবাঙ্গদের জেলাভিত্তিক প্রতিযোগিতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যে সরকারিভাবে প্রথমবারের মতো আয়োজন করা হয় রাজ্যভিত্তিক দিব্যাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা। জেলাস্তরের এই প্রতিযোগিতার পর, হবে রাজ্য স্তরের আসর। আর এই রাজ্যভিত্তিক আসরকে সামনে রেখে আগরতলা শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা। বুধবার পশ্চিম জেলাভিত্তিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, প্রাক্তন ক্রীড়া আধিকারিক স্বপন সাহা সহ আরো অনেকে। প্রতিযোগিতা হয় বালক ও বালিকাদের দুই বিভাগে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। জেলা ভিত্তিক এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত খেলোয়াড়রা আগামী দিন অংশ নেবে রাজ্যভিত্তিক আসরে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service