2024-12-15
agartala,tripura
রাজ্য

রাজ্যেও রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সোমবার অনুষ্ঠিত দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে অন্যতম মুখ হিসাবে রয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং সম্মিলিত বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা। ছোট্ট এই পার্বত্য রাজ্যে মোট ভোটার ৬৩ জন থাকার কথা থাকলেও সেখানে ভোটার রয়েছেন ৬২ জন। রাজ্যসভার সাংসদ পদ খালি থাকায় শুধুমাত্র বিধানসভার সদস্যরা এবং লোকসভার দুই কেন্দ্রের সাংসদদের এই নির্বাচনে ভোটদানের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আগরতলা বিধানসভা ভবনে সোমবার সকাল ১০ টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিরোধী দলনেতা মানিক সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রিস সুশান্ত চৌধুরী সহ নির্বাচিত বিধায়করা। এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আমরা প্রত্যেকেই এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছি। তিনি প্রচুর ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন স্বাধীনতার পর এই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন। দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service