জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের বেকার যুবকদের অধিকার রক্ষার দাবি নিয়ে এবার ৭২ ঘন্টার গণ অবস্থান সংঘটিত করবে প্রদেশ যুবক কংগ্রেস। এই গণ অবস্থানের পরেও যদি প্রশাসন বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যুব কংগ্রেস আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস।সাংবাদিক সম্মেলনে যুবনেতা শ্রীদাস এদিন আরো জানান রাজ্যের বেকার যুবকদের অধিকার রক্ষার দাবিসহ মোট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘন্টার গণ অবস্থান সংগঠিত করবে যুব কংগ্রেস। আগরতলা সিটি সেন্টারের সামনে সোমবার থেকে শুরু হবে এই গণ অবস্থান কর্মসূচি। দাবি গুলির মধ্যে অন্যতম দাবি হলো সরকারি সমস্ত দপ্তরের শূন্য পদপূরণ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন, যুবকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বাইক বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক আক্রোশমূলক হামলায় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে প্রতিপূরণ প্রদান ইত্যাদি।
রাজ্য
যুব কংগ্রেসের ৭২ ঘন্টার গনবস্থান
- by janatar kalam
- 2022-07-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this