2024-12-15
agartala,tripura
রাজ্য

কৈলাশহরের ধুতিরাজের রেকর্ড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-অতি অল্প বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম উজ্জ্বল করলো দূতিরাজ। ছোট থেকে তার বিভিন্ন দেশের ম্যাপ নিয়ে আগ্রহ ছিল। আর এই আগ্রহ তাকে চূড়ান্ত সাফল্য এনে দিল। কৈলাসহরের মধ্যে এমন অল্প বয়সে কেউ এমন সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু এই অসাধ্য সাধন করেছে দূতিরাজ ।দূতিরাজের বাবা সুধাংশু সরকার কৈলাশহর পুর দপ্তরের বাস্তকার।
সুধাংশু সরকারের আসল বাড়ি পানিসাগরে। কর্মসূত্রে তিনি কৈলাশহরে থাকেন। দূতিরাজ বিভিন্ন দেশের ম্যাপ থেকে বলে দিতে পারে ওই দেশের নাম। এই প্রতিভা দেখে তার বাবা ইন্ডিয়া বুকে তার নাম তোলার জন্য আবেদন করেন। তারপর তার নাম নথিভুক্ত করা হয়। এই বয়সে এই প্রতিভা দেখে আপ্লুত তার প্রিয়জনরা। কি করে এই বয়সে তার মধ্যে এমন প্রতিভা। তাই সকলের মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাস। ‌দূতিরাজের বয়স মাত্র ৬ বছর। এই বয়সে রেকর্ড করে সে ৪ পয়েন্ট ৩৭ মিনিটে জাতীয় পতাকা থেকে ১৯৫ টি দেশের নাম বলে দিতে পারে । তার দাদু অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন পালের কাছে শিক্ষা গ্রহণ করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service