2025-05-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উদয়পুর শুরু বিজেপির কার্যকারিনী বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বুধবার থেকে দুই দিনের বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যকারিনী বৈঠক শুরু হয়েছে উদয়পুর মহকুমা গকুলপুর স্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে। প্রথম দিনের কার্যকরিণী বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা , উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন , প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় নেতৃত্ব তথা ত্রিপুরার প্রভারী বিনোদ সোনকার সহ ত্রিপুরা মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী পরিষদ ও বিধায়কগণ অংশ নেন এই দিনের কার্যকারিনী বৈঠকে । বুধবার বিকেল চারটায় ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের দলীয় মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে তিনি জানান , দুই দিনের কার্যকারিনী এই বৈঠকে ১৯২ জন আমন্ত্রিত রয়েছে । আগামী কয়েক মাসে সাংগঠনিক ক্ষেত্রে কি কি কাজ করবে দল এবং সেবাই সংগঠন এই বিষয়টিকে মুখ্য বিন্দুতে রেখে কাজ করে যেতে হবে । সেই সাথে সরকার ও দল কে মানুষের কাছে নিয়ে যেতে হবে । ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়া প্রতিটি জেলার রাজনৈতিক বিভিন্ন বিষয় রিপোর্ট পেশ করা হবে । আগামী দিন দলকে আরো ঢেলে সাজানোর জন্য নানা সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান । তিনি আরো জানান ৭ই জুলাই বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হবে উদয়পুর রেল স্টেশনে । এছাড়া পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে যোগা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার । যোগা অনুষ্টানে অংশ নেবেন সমস্ত প্রতিনিধি থেকে শুরু করে কর্মীরা । এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান , জেলাস্তরে কতটুকু কাজ হয়েছে সাংগঠনিকভাবে এবং দশটি সংগঠনিক জেলাতে থাকা মন্ডল গুলি কেন্দ্রীয় নির্দেশ অনুসারে কতটুকু কাজ করেছে তারও একটি একটি রিপোর্ট জমা হবে । আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটায় কেন্দ্রীয় বিজেপির বিভিন্ন গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সংগঠনের মহামন্ত্রী ফনিন্দ্রনাথ শর্মা । বুধবার বিকেলে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার জেলা সভাপতি অভিষেক দেবরায় ও ত্রিপুরা রাজ্যে বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সুনিত সরকার সহ প্রমূখ । ভারতীয় জনতা পার্টির দুই দিনের কার্যকারিণী বৈঠকে ঘিরে উদয়পুর পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service