2025-05-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অবৈধ প্যাথ ল্যাব সিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা শহরের অলিতে গলিতে গজিয়ে উঠেছে বেশকিছু অবৈধ প্যাথলজিক্যাল ল্যাব। রেজিষ্ট্রেশন ছাড়াই তারা তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সম্পূর্ণ অবৈধ ভাবে এই ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠা প্যাথলজিক্যাল সেন্টার গুলি লোক ঠকানো ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ল্যাবগুলি থেকে যে রিপোর্ট করা দেওয়া হয় সেগুলি নিয়েও বহু অনিয়মের অভিযোগ রয়েছে। আদৌ কোন চিকিৎসক রিপোর্ট গুলি তৈরি করে কিনা তা নিয়েও বহু অভিযোগ। এই ধরনের অবৈধ ল্যাব গুলির বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। অভিযোগের পর অভিযোগ আসতে থাকায় অবশেষে শীত ঘুম ভাঙলো মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। অবশেষে স্বাস্থ্য দফতর থেকে একটি সুপারভাইজিং টিমকে এই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এদিন মাঠে নামানো হল । অভিযানে নেমে বেশকিছু অবৈধ ল্যাবের সন্ধান পেয়েছে সুপারভাইজিং টিম। এর পরিপ্রেক্ষিতে একটি ইনস্পেকশন রিপোর্ট তৈরি করেছে পর্যবেক্ষক টিমটি। আর এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে অবৈধ ল্যাব গুলির বিরুদ্ধে এদিন আবারও বিশেষ অভিযানে নামে স্বাস্থ্য দপ্তরের সুপারভাইজিং টিম। এই অভিযানে বেশ কিছু প্যাথলজিক্যাল ল্যাব ভিজিট করেছে টিমটি। এরমধ্যে প্যাথ কাইন্ড ল্যাব নামে একটি ল্যাবরেটরির বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এরা বিভিন্ন জায়গায় কালেকশন সেন্টার করে রেখেছে। কিন্তু কোনোটারই নেই রেজিস্ট্রেশন। তাই এই ল্যাবটিকে সিল করে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সিটি ক্লিনিক বলে এরকম আরও একটি প্যাথলজিক্যাল ল্যাবকে সিল করা হয়েছে বলে জানিয়েছেন সুপারভাইজিং টিমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এই ল্যাবরেটরি গুলির সিএমও ‘র আন্ডারে কোন রেজিষ্ট্রেশন নেই। এইগুলি আপাতত ভাবে সিল করে দেওয়া হয়েছে, এবং এই সম্পর্কে আবারও রিপোর্ট পেশ করা হবে চিফ মেডিকেল অফিসারের কাছে। সিএমও এই ল্যাবরেটরি গুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ক্লোজার নোটিশ ইস্যু করবেন। এই ধরনের অবৈধ ল্যাবরেটরি গুলির বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন সুপারভাইজিং টিমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service