জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শহীদ সেনার বাড়িতে গেলেন কেন্দ্রীয় ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার সাংগঠনিক কাজ সেরে রাজ্যে ফিরে এসেই শহিদ জওয়ানের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে যান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন বিকাল সাড়ে পাঁচটায় শহীদ সঞ্জয় দেবনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি শহিদ জওয়ানের আত্মার চিরশান্তি কামনা করেন। শোকে বিহ্বল পুত্র হারা মা এবং স্বামীহারা স্ত্রী নিপার চোখের জল মুছিয়ে দিয়ে সান্তনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। গত বুধবার মনিপুরের নোনে জেলায় ভয়ংকর ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে যায় সেনা ক্যাম্প। সেখানে ৮১ জন চাপা পড়েছেন। এর মধ্যে রয়েছে রাজ্যের বীর শহীদ জোয়ান ইন্ডিয়ান আর্মির গোর্খা রেজিমেন্টের সৈনিক সঞ্জয় দেবনাথ ও প্রশান্ত কুমার দেব। রবিবার তার কফিনবন্দি দেহ বাড়িতে আসে। সঞ্জয়ের নিখোঁজ সংবাদ পাওয়ার পর থেকেই পরিবারটি শোকের সাগরে ভেসে রয়েছেন। সঞ্জয়ের মায়ের চোখের জল আর বুকফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারি । স্ত্রী নিপা এখনো অসুস্থ। ছোট্ট শিশুটি কিছুই বুঝে উঠতে পারছে না। সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শহীদ সঞ্জয়ের শিশু পুত্র জসরাজকে কোলে তুলে আদর করেন। গতকাল শেষকৃত্যানুষ্ঠানে সেনাবাহিনীর রাষ্ট্রীয় সালামি এবং স্যালুট জসরাজের মুখস্ত হয়ে গিয়েছে। সোমবার বারবার তা করে দেখাচ্ছেন সবাইকে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শহিদের পরিবারের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান রাজ্যের দু’জন সৈনিক মর্মান্তিক ভূমিধসে শহীদ হয়েছেন। বিশালগড়ের সঞ্জয় এবং খোয়াই জেলার প্রশান্ত কুমার দেবের মরদেহ গতকাল রাজ্যে আসে। এই দুই বীর সৈনিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং শহীদদের আত্মার চির শান্তি কামনা করেন তিনি। সেই সঙ্গে এই কঠিন সময়ে বিয়োগ ব্যথা সহ্য করার জন্য শক্তি প্রদানের জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন।
রাজ্য
শহীদ সেনার বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
- by janatar kalam
- 2022-07-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this