2025-01-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দুর্ঘটনার কবলে এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গভীর রাতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক। ঘটনা রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ মধুপুর হাসপাতাল চৌমুহনী সংলগ্ন সড়কে। জানা গেছে মধুপুর নগর পাড়া এলাকার যুবক মিশান চৌধুরী এদিন গভীর রাতে রাস্তারমাথা থেকে নিজের পালসার বাইক নিয়ে মধুপুর নগরপাড়া যাওয়ার পথে মধুপুর হাসপাতাল চৌমুহনি সংলগ্ন সড়কে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। এতে সড়কের পাশে ছিটকে পড়ে যায় বাইক চালক মিশান চৌধুরী। পরে কয়েকজন পথচারী রাস্তায় গুরুতর ভাবে আহত অবস্থায় পড়ে থাকা যুবককে দেখতে পেয়ে খবর দেয় মধুপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে নিয়ে যায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে দেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service