2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উপনির্বাচনে বিজেপি দলের জয়ে কল্যাণপুরে হল বিজয় মিছিল

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি :- আবির মেখে বাজি ফটকা ফাটিয়ে বাজনা বাজিয়ে রীতিমতো আনন্দে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। রীতিমতো রোদ তাপকে উপেক্ষা করেই শত শত মানুষ সামিল হলেন বিজয় মিছিলে। রবিবার বেলা একটায় রাজ্যের উপনির্বাচনে বিজেপি দলের জয়ের আনন্দে বিজেপি ২৭ কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুরের গুংরাই ছড়া এলাকা থেকে বিজয় মিছিল শুরু হয় তেলিয়ামুড়া সড়ক ধরে বেশ কয়েক কিলোমিটার পথ পেরিয়ে কল্যাণপুর বাজার মোটরস্ট্যান্ড পরিক্রমা করে শেষে কল্যাণপুর স্কুলে গিয়ে বিজয় মিছিল সমাপ্ত হয়। মিছিলের অগ্রভাগে হোট খোলা গাড়িতে ছিলেন এলাকার বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি পিনাকী দাস চৌধুরী, সোমেন গোপ জীবন দেবনাথ সহ অন্যান্যরা। উপজাতি অংশের মানুষরাও মিছিলে সামিল হন। বেশ বাজি ফটকা ফাটানো হয়। ছিল আবির খেলা ঢাক ঢোল বাজানো সহ আরো নানান কতকিছু। এক কথায় সবাই আনন্দে গা ভাসান। তবে মিছিলে মহিলাদের সংখ্যায় অধিক ছিল বলে অনেকের মনে হয়েছে। বিধায়ক পিনাকি দাস চৌধুরী সাংবাদিকদের জানান, আগামী ২০২৩ এর বিধানসভা নির্বাচনে সমস্ত চক্রান্ত ব্যক্ত করে দিয়ে বিজেপি দল পুনরায় রাজ্যে প্রতিষ্ঠিত হবে। এখন শুধু তা সময়ের অপেক্ষা মাত্র। গেল উপ নির্বাচনে রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে চক্রান্ত করেছিল সিপিএম কংগ্রেস ত্রিপুরা মতা দল। সমস্ত চক্রান্তকে ব্যক্ত করে দিয়ে বিজেপি দল উপনির্বাচনে জয়ী হয়। বিজেপি দল যেভাবে মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে কাজ করছে তা প্রমাণিত হয়ে গেল উপ নির্বাচনে রেজাল্ট আসার পর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service