জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্য বিধানসভার চার কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকে বিভিন্ন প্রান্তে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের উপর চলছে ধারাবাহিক আক্রমণ। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই অভিযোগের তিন উঠছে শাসকদলের দিকে। ফলে অনেকটাই আতঙ্কগ্রস্ত শাসক দলের নেতাকর্মী সমর্থকরা। যেভাবে প্রতিদিন বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও শারীরিক আক্রমণের ঘটনা চলছে তাতে উদ্বিগ্ন বিরোধী দলের নেতৃত্ব। এই অবস্থায় নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে সন্ত্রাস বন্ধ করার দাবি নিয়ে এবার রাস্তায় নামল বামপন্থীরা। শনিবার আগরতলা প্যারাডাইস চৌমুনীতে সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই সন্ত্রাস বন্ধের দাবি নিয়ে পথসভা সংঘটিত করল বামপন্থীরা। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহবায়ক নারায়ণ করসহ অন্যান্য নেতৃত্ব। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা নির্বাচনের ফলাফল ঘোষনা হবার পর গোটা রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। একই সাথে এদিন তিনি বর্তমান সরকার পরিচালিত রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও আইন-শৃঙ্খলাসহ অন্যান্য বিষয় তুলে ধরে শাসকদল ও সরকারকে কাঠগড়ায় তুলেন। দাবি জানান অবিলম্বে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে রাজ্যে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠিত করার।
রাজ্য
নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে সোচ্চার বামপন্থীরা। আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সন্ত্রাস বন্ধের দাবি বিরোধী দলনেতার
- by janatar kalam
- 2022-07-02
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this