জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজ্য সচিবালয় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। এদিন তিনি সচিবালয়ের প্রেস কনফারেন্সে বলেন , স্বরাষ্ট্র দপ্তরে ১ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে । এরমধ্যে ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এবং ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের আগেই নেওয়া হয়েছিল । এছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ১০০ জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগের সিদ্ধান্তও আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। তাছাড়া এর পাশাপাশি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে টিপিএসসি – র মাধ্যমে ৬০ জন এগ্রিকালচার অফিসার পদে নিয়োগের সিদ্ধান্তও আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে বলে জানান। তিনি আরও জানান , মন্ত্রিসভার বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আইসিডিএস প্রজেক্টের অধীনে ২৫ জন সুপারভাইজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে ১৭৯ জন অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও শিল্প ও বাণিজ্য দপ্তরে মোট ২২ জন লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাছাড়া শ্রম দপ্তরে মোট ২০ টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পদগুলির মধ্যে রয়েছে লেবার অফিসার ৬ টি , অফিস সুপারিনটেনডেন্ট ১ টি , অ্যাকাউন্টেন্ট ৬ টি , হেড ক্লার্ক ৫ টি এবং ইউডি ক্লার্ক ২ টি । এছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ৬ টি ইয়ুথ অর্গানাইজার পদ সৃষ্টি করা হয়েছে । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , মন্ত্রিসভার বৈঠকে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নতুন ৪ টি ডিভিশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ৪ টি ডিভিশন হলো জিরানীয়া ডিভিশন , অমরপুর ডিভিশন , কাঞ্চনপুর ডিভিশন এবং সাব্রুম ডিভিশন । রাজ্যে বর্তমানে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মোট ৯ টি ডিভিশন রয়েছে । আজকের মন্ত্রিসভার বৈঠকে ডাই – ইন – হারনেসে বিবাহিত মেয়েরাও এখন থেকে চাকরি পাওয়ার যোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এক্ষেত্রে মেয়ের স্বামী যদি অর্থ উপার্জনে অক্ষম হন তবেই মেয়ে চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন । এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে পূর্ত দপ্তরের অধীন বিভিন্ন রাস্তা নির্মাণে বিটুমিনের পরিবর্তে বর্জ্য প্লাস্টিকের ব্যবহার সংক্রান্ত একটি পলিসি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।
রাজ্য
মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত
- by janatar kalam
- 2022-06-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this