জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উপনির্বাচনের চারটি আসনের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি এবং একটি আসন পেয়েছে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস। উপনির্বাচনের যেসব আসনগুলিতে লড়াই হয়েছিল তা হল ৬ আগরতলা, ৮ বরদোয়ালী, সুরমা এবং যুবরাজ নগর কেন্দ্রে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্য বিধানসভার প্রেক্ষাগৃহে উপনির্বাচনে জয়ী প্রার্থীরা রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন শপথ বাক্য পাঠ করার পাশাপাশি নবনিযুক্ত সদস্য সদস্যারা আগামী দিনে জনস্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য সভাপতি ও দলীয় নেতৃত্বদের পাশাপাশি কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কেননা কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে বলে, তাই নব নির্বাচিত জনপ্রতিনিধিরা কথা দেন যে নিজ নিজ কেন্দ্রের উন্নয়নের স্বার্থে নিঃস্বার্থভাবে নিজ দায়িত্বে সচল থাকবেন বলে। এদিনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বার্তা দেন যে রাজ্যের উন্নয়নের উন্নয়নের ধারা বহাল রাখতে সকল অংশের মানুষদের এগিয়ে আসতে হবে রাজ্য সরকারের হাত শক্ত করার জন্য কেননা বর্তমান রাজ্য সরকারের একটাই মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস রাজ্যের উন্নয়নের সবাই যেন অংশীদারিত্ব পায় তার জন্যে এই আহ্বান বলে জানান তিনি। তাছাড়া এদিন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে শিক্ষা মন্ত্রী বলেন সিপিএম এই রাজ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। ও বর্তমান রাজ্য সরকারের সাথে সিপিআইএম দল টক্কর দেবে তার কোন সম্ভাবনাই নেই। সুতরাং বামফ্রন্ট কি বলছে আর কিনা বলছে তার প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রয়োজন তিনি মনে করছেন না বলে। এদিনের শপথগ্রহণ সমারোহে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়িকা মিমি মজুমদার, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্য বিধানসভা অন্যান্য সদস্য সদস্যারা।
রাজ্য
বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা
- by janatar kalam
- 2022-06-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this