জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সন্মেলনে দলের প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী অভিযোগ করেন, কংগ্রেস ও সিপিএমের ছায়াজোট উপনির্বাচনে আবারও প্রতিফলিত হয়েছে। সিপিএম পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার জন্য কংগ্রেসকে মদত করছে।অন্যদিকে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিংকু রায় বলেন, দীর্ঘ ২৯ বছর পর যুবরাজনগর বামেদের অপশাসন থেকে মুক্ত হয়েছে। চার হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী মলীনা দেবনাথ জয়ী হয়েছেন বলে। তাছাড়া এদিন তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বিশাল ব্যবধানে উপনির্বাচনে জয়ী হয়েছেন। কারণ, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি বিজেপি পরিচালিত সরকার পূরণ করে চলেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে মানুষের কাছে যাওয়ার আগেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে সরকার বলে অভিমত ব্যাক্ত করেন।
রাজ্য
উপনির্বাচনে কংগ্রেস-সিপিএমের মিতালীর অভিযোগ এনে সুদীপ রায় বর্মণ-কে বিঁধল বিজেপি
- by janatar kalam
- 2022-06-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this