জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। তারই পরিপ্রেক্ষিতে রথযাত্রা উপলক্ষে আগরতলার জগন্নাথ জিও মন্দিরে চলছে সাজো সাজো রব৷ আগামী ১ জুলাই, আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হবে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা। বিগত দুই বছর করোনার কারনে রথযাত্রা সে রকম ভাবে হয়নি তাই এবার মহাসমারোহে রথযাত্রা করা হবে বলে জানান মহারাজ ভক্তিকমল মহারাজ। তাছাড়া বলা চলে রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির সহ দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে বাহির করা হয়। তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথ টানা হয়।
রাজ্য
রথযাত্রা উপলক্ষে রাজধানীর জগন্নাথ মন্দিরে চলছে শেষ তুলির টান
- by janatar kalam
- 2022-06-25
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this