2024-12-17
agartala,tripura
খেলা

আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার ভারত। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে জোড়া টি-২০ ম্যাচ। মালাহাইড ক্রিকেট ক্লাব যা দ্য ভিলেজ নামেই পরিচিত। এই মাঠেই হবে খেলা। ভারত-আয়ারল্যান্ড দল ঘোষণা করে দিয়েছে এই সিরিজের জন্য। নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ভারত। সেই সিরিজে নেতা হয়েছিল ঋষভ পন্থ। এই সিরিজে পন্থ বিশ্রামে। তাঁর পরিবর্তে গুজরাত টাইটান্সকে আই পি এলে জেতানো অধিনায়ককেই করা হয়েছে নেতা। আয়ারল্যান্ড সিরিজে ডান হাতি ব্যাটার রাহুল ত্রিপাঠী সুযোগ পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ফিফটিনে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। উমরান মালির ও অর্শদীপ সিং, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। এই সিরিজে তাঁরা রয়েছেন দলে। জাতীয় দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনও।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service