জনতার কলম ওয়েবডেস্ক : বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো স্পাইসজেট। রবিবার দিল্লিগামী স্পাইসজেটের বিমানে মাঝআকাশে আগুন। হতাহতের কোনও খবর মেলেনি। নিরাপদেই অবতরণ করে বিমানটি। পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। জানা যায়, টেক-অফের ঠিক পরেই বিমানটির ডানায় আগুন দেখা যায়। সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।প্রায় ১৮৫ জন যাত্রী নিয়ে মাটি ছেড়ে ওড়ার একটু পরেই জরুরি অবতরণ করে পাটনা থেকে দিল্লিগামী এক বিমান। খবর, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। তার জেরেই বিমানের ইঞ্জিনে আগুন লাগে।পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ ঘটনার সূত্রে বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা সুরক্ষিত আছেন।
রাজ্য
মাঝ আকাশে বিমানে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ১৮৫ জন যাত্রী
- by janatar kalam
- 2022-06-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this