জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার পুর নিগমের ৫ নং ওয়াডের অন্তর্গত এজি কোয়ার্টার কমপ্লেক্সের ১১ নং বুথে এক উঠান সভা করা হয়। এই দিনের উঠান সভায় উপস্থিত ছিলেন ৬ আগরতলার বিজেপি মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ, বিজেপি এসসি মোর্চার সভাপতি টুটন দাস, ৬ আগরতলার উপ নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী আশেক সিনহা সহ অন্যান বিজেপি কর্মী-সমর্থকরা। আগামী ২৩ শে জুন বিধানসভা নির্বাচনের উপভোট তাই সব রাজনৈতিক দলগুলো এখন ভোট প্রচারে ব্যস্ত। জনগনের দোয়ারে দোয়ারে ভোট চাইছে বিজেপি মনোনীত প্রার্থীরা। বুধবার আগরতলার এজি কোয়ার্টার কমপ্লেক্সে উঠান সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি মনোনীত প্রার্থী অশোক সিনহা বলেন প্রচার শুরু করার দিন থেকে আজ পর্যন্ত প্রার্থী অশোক সিনহা যা দেখলেন এবং বুঝলেন বিজেপির জয় নিশ্চিত বলে জানান কারণ অধিকাংশ মানুষ চায় যে উন্নয়ন যেটা চলছে সেটা চলুক এবং যে অপশক্তিকে পরাজিত করে ২০১৮ সালে সরকার পরিবর্তন দেশ এবং রাজ্যে নতুন জোয়ার আনা হয়েছে সেটা যাতে আর কোন উৎসাহ না পায় তার জন্য এই উপনির্বাচন মাধ্যমে সরকার পরিবর্তন করা যায় না এটা জরুরি তাই করা হচ্ছে আগের থেকে বেশি ভোটে জেতা এটাও জরুরি বলে জানান তিনি।
রাজ্য
মানুষ বিজেপিকে চায়- ডাঃ অশোক সিনহা
- by janatar kalam
- 2022-06-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this