2024-11-17
agartala,tripura
খেলা

ফুটবল পাগল দেশে গড়ে তুললেন 22 গজের যুদ্ধের অস্ত্র ব্যাট

জনতার কলম প্রতিনিধিঃ- ব্রাজিলের ছোট শহর পকোস ডি ক্যালডাসের বাসিন্দা লুইজ রবার্তো ফ্রান্সিসকো। এতদিন পরিচিত না হলেও এবার তিনি দ্রুত বিখ্যাত হয়ে উঠবেন। ফুটবল পাগল দেশে তিনি তৈরী করে ফেলেছেন একটি আস্ত ক্রিকেট ব্যাটের কারখানা। তাঁর হাতের নিঁখুত কাজে কাঠের টুকরোগুলি হয়ে উঠছে ২২ গজের যুদ্ধের অস্ত্র। মজার ব্যাপার হচ্ছে, তাকে ব্যাট বানাতে শেখাননি কেউই। তিনি নিজেই ইউটিউব দেখে ব্যাট বানাতে শিখেছেন। কি ধরণের কাঠ দিয়ে সেরা ক্রিকেট ব্যাট বানানো যাবে তা নিয়েও নিশ্চিত ছিলেন না লুইজ। শেষপর্যন্ত বারবার পরীক্ষা করার পর পাইন গাছের কাঠই ব্যাটের জন্য সেরা বলে নিশ্চিত হন। এরপরে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন ২ টনের চাপ কাঠের উপর দিলে তা ক্রিকেট ব্যাটের জন্য প্রয়োজনীয় ঘনত্ব তৈরী করে। ৬৩ বছরের এই ব্রাজিলিয়ান ভদ্রলোক ফুটবল পাগল এই দেশের ক্রিকেট কান্ডারি হতে পারেন কিনা তা সময়ই বলবে। তবে নিশ্চিতভাবেই তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাম্বার দেশে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service