2024-12-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

চুরি যাওয়া বাইক উদ্ধারে সক্ষম এয়ারপোর্ট থানা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারো গোপন খবরের ভিত্তিতে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ চুরি যাওয়া ২টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। গত কিছুদিন আগে দুটি বাইক চুরি হয়েছিল তার মধ্যে একটি হল হোন্ডা সাইন যার নম্বর টি আর ০১ ৫৯৬৬ ওর মালিক জয়ন্ত ঘোষ বাড়ি উষা বাজার অপর বাইকটি হল পালসার টি আর ০১ এ আর ৭০৪৬ দুর্গাবাড়ি মেলা থেকে চুরি হয়েছিল, এই দুটি বাইকে উদ্ধার করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানার পুলিশ। মঙ্গলবার বাইক দুটির মালিককে ডেকে আদালতের নির্দেশ মোতাবেক তাদের হাতে তোলে দেওয়া হয়। এই দিন উপস্তিত ছিলেন এয়ারপোর্টের এস ডি পি ও এবং এয়ারপোর্টে থানার ওসি রানা চ্যাটার্জী সহ থানার অন্যান পুলিশ কর্মীরা। চুরির ঘটনার সাথে যুক্ত আসামীদের অতিদ্রুত গ্রেপতার করা হবে বলে জানান এস ডি পিও।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service