2024-12-18
agartala,tripura
রাজ্য

9 বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিশ্ব পরিবেশ দিবস, এবারকার ‘বিশ্ব পরিবেশ দিবস’–এর প্রতিপাদ্য বিষয় ‘অনলি ওয়ান আর্থ’, যা বাংলা করলে দাঁড়ায় ‘শুধু একটাই পৃথিবী’। আর এই একই পৃথিবীর বাসিন্দা আমরা সবাই, এ ধারণা প্রতিষ্ঠা করার জন্য বরাবরই আমাদের অনেক প্রচার-প্রচারণা চালাতে হয়েছে। গ্রাম থেকে শহরে গেলে, এক গাঁয়ের মানুষকে আপন মনে হয়, দূর প্রবাসে নিজ দেশের যে কাউকে আপন মনে হয়, একইভাবে সে যে গ্রাম, উপজেলা বা জেলারই হোক না কেন। কিন্তু এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে আমাদের যাতায়াত নেই বিধায় এ সুযোগ আমাদের কখনোই হয়ে ওঠেনি সেই হিসাবে যে আমরা একই গ্রহের বাসিন্দা, যার নাম ‘পৃথিবী’। আর এই পৃথিবী কে রক্ষা করা যায় বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে, তারই পরিপ্রেক্ষিতে রবিবার নয় বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে রাজধানী আগরতলা কলেজ টিলাস্থিত টাউন আউট পোস্টে স্বচ্ছ ভারত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 9 বনমালী পুর যুব মোর্চার সভাপতি রাজা সাহা, সহ-সভাপতি আকাশদীপ সাহা এবং নয় বনমালীপুর মন্ডল যুব মোর্চার অফিস ইনচার্জ প্রিয়াঙ্কা পালসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে 9 বনমালী পুর যুব মোর্চার সভাপতি রাজা সাহা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন, তাছাড়া করোণা মহামারীর সময় অক্সিজেনের অভাবে খালি হয়ে যাওয়া মায়ের কোলের বেদনাদায়ক ঘটনাও তুলে ধরেন। তাই সকল রাজ্যবাসীরর কাছে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাখেন। এদিনের কর্মসূচীতে দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service