2024-11-17
agartala,tripura
বিশ্ব

শুধু ইউক্রেন নয় যুদ্ধের ফলে ক্ষতি হয়েছে রাশিয়ার ও

জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পা রাখল ১০০ দিনে । পশ্চিমি সাহায্যে ভর করে ইউক্রেন যুঝে গেলেও, ক্ষয়ক্ষতির শেষ নেই তাদের। একই ভাবে যুদ্ধে নেমে অর্থনৈতিক দিক থেকে একেবারে বিধ্বস্ত রাশিয়াও। ইউক্রেন জানিয়েছে, এই মুহূর্তে রুশ সেনার দখলে চলে গিয়েছে তাঁদের দেশের এক পঞ্চমাংশ। এর মধ্যে রয়েছে ক্রাইমিয়া এবং ডনবাসেরও বিস্তীর্ণ অঞ্চল। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত দিনে কমপক্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনে রুশ হামলা এখনও পর্যন্ত কমপক্ষে ২৪৩ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪৪৬ শিশু। সবমিলিয়ে ৪ হাজার ১৪৯ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ৯৪৫ জন। বেসরকারি হিসেবে সংখ্যা আরও বেশি বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। যুদ্ধ শুরু পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের অন্দরেই ৭৭ লক্ষ মানুষ ঘরছাড়া। মোট জনসংখ্যার নিরিখে প্রতি ছ’জনের মধ্যে একজন নাগরিক ঘরছাড়া। তবে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে অনুমান করা হচ্ছে। যুদ্ধ চালাতে গিয়ে শুধুমাত্র সরঞ্জামের ক্ষয়ক্ষতিবাবদই ১৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকা ডুবেছে তাদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service