2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাস দুর্ঘটনায় ৭ সেনার মৃত্যু আহত ১৯, সমবেদনা জানান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ওয়েব ডেস্ক :- লাদাখে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে সাত সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লাদাখের তুরতুক সেক্টরে ঘটেছে এই ঘটনা। আর বেশ কয়েকজন যখম হয়েছে বলেও জানা গেছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটে এই ঘটনা। সেনা ভর্তি একটি গাড়ি যেখানে ২৬ জন সেনা ছিলেন সেটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট নিচে স্থানীয় একটি নদীতে পড়ে যায় বলে জানা গেছে।   ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন এবং একই সঙ্গে এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।সেনা সূত্রে জানানো হয়েছে, “২৬ জন সৈন্যের একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের একটি ফরওয়ার্ড পজিশনে যাচ্ছিল। আনুমানিক সকাল ৯টায়, থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং শ্যাওক নদীতে পড়ে (প্রায় ৫০-৬০ ফুট নিচে), যার ফলে সব যাত্রী আহত হয়। তারা আরও জানায়, “এখনও পর্যন্ত সাতজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যরাও গুরুতর জখম হয়েছে। আহতদের শ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে, এর মধ্যে গুরুতর আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তর করার জন্য বিমান বাহিনী থেকে প্রচেষ্টার অনুরোধ করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service