জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের রাস্তা, নালা, ফুটপাত এসব বেআইনি দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া আরও তেজি করা হয়েছে। দীর্ঘ বছর ধরে এদের এই অন্যায় ভাবে দখলের কারণে বিশেষ করে শকুন্তলা রোডে বৃষ্টির পড়তেই জল থৈ থৈ অবস্থা অথচ দখলদাররা নির্বিকার।আইন কানুন তারা খুব একটা গায়ে মাখেন না।পূর্বতন পুর কর্তৃপক্ষ ভোটের রাজনীতি করতে গিয়ে এসব অন্যায়কে প্রশ্রয় দিয়ে মানুষকে অন্যভাবে ভুলিয়ে রাখত।কিন্তু বর্তমান পুর কর্তৃপক্ষ নির্বাচনের আগে শহরবাসীকে চলাচলে স্বাচ্ছন্দ্য এবং পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পালনের অঙ্গ হিসেবে বেআইনি দখলদারদের কাছ থেকে নালা নর্দমা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।শুক্রবার শকুন্তলা রোডে মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে চলছে উচ্ছেদ কর্মকাণ্ড।
রাজ্য
বেআইনি দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া আরও তেজি করা হয়েছে
- by janatar kalam
- 2022-05-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this