জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ড্রেনের উপর অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান আগরতলা পুর নিগমের। মঙ্গলবার মঠ চৌমুহনী এলাকায় চলে অভিযান। সম্প্রতি বর্ষণে জলের তলায় চলে গিয়েছিলো আগরতলা শহর। দূর্ভোগে পড়তে হয়েছিল লোকজনকে। দীর্ঘ কয়েক ঘণ্টা আটকে ছিল শহরে জল। এমনকি পরের দিন ভোরে অনেক এলাকা থেকে জল নামে। চরম ভোগান্তির শিকার হতে হয় শহরবাসীকে। আর যাতে আগামী দিনে প্রবল বর্ষণে শহরে জল ততটা আটকে না থাকে তার জন্য ফের সক্রিয় আগরতলা পুর নিগম।চারটি জোনের বিভিন্ন জায়গায় ড্রেনের উপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলতে ফের তৎপর নিগম। মঙ্গলবার পূর্ব জোনের মঠ চৌমুহনী ট্রাফিক পয়েন্ট থেকে নজরুল কলাক্ষেত্র রোডে বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে ড্রেনের উপর নির্মাণ গড়ে তুলেছেন সেসবের বিরুদ্ধে অভিযান চালায়। ভেঙে ফেলা হয়েছে অবৈধ নির্মাণ। এদিন অভিযানে নেতৃত্ব ছিলেন আগরতলা পুর নিগমের স্থানীয় কাউন্সিলর সুখময় সাহা, সদর মহকুমা প্রশাসন ও পুর আধিকারিকরা। তারা জানান জল নিকাশি ব্যবস্থা যাতে সুচারু ভাবে করা যায় সেজন্য এ পদক্ষেপ। রাজধানীর প্রতিটি এলাকায় চলবেএ ধরনের অভিযান
রাজ্য
অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান পুর নিগমের
- by janatar kalam
- 2022-05-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this