2024-11-17
agartala,tripura
রাজ্য

সমস্ত প্রকল্পের সুফল গ্রহণের মাধ্যমে অধিকার গ্রহনে সবার সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার কমলপুর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন ছাত্র ছাত্রীদের সম্ভবনাময় প্রতিভা পথে আগামীর উপার্জন উপযোগী দিশা চয়ন ও নতুন প্রজন্মের মতামতের প্রতি অভিবাবকদের সম্মান প্রদর্শন আবশ্যক l তথ্য ও অভিজ্ঞতায় সমৃদ্ধি ব্যক্তিত্ব নির্মাণের সহায়ক l গতানুগতিক শিক্ষা গ্রহণের পাশাপাশি, শিক্ষা ক্ষেত্রে আনিত সমস্ত সুযোগ সম্পর্কে ছাত্র ছাত্রীদের জাগ্রুপতা প্রয়োজন l মোদীজির দিশা নির্দেশনায় জাতীয় শিক্ষানীতির সময়োপযোগী নবীকরণ, এক উল্লেখযোগ্য পদক্ষেপ l তাছাড়া এদিন তিনি আরো বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিদ্যাজ্যোতি প্রকল্প, নিয়োগে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ সহ ত্রিপুরায় উপলব্ধ সমস্ত প্রকল্পের সুফল গ্রহণের মাধ্যমে অধিকার গ্রহনে সবার সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন l মহিলাদের উন্নয়ন ব্যতিরেকে রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণ সম্ভব নয় l নারী শক্তির আক্ষরিক স্বশক্তিকরণ ও সামাজিক অংশীদারিত্ব সুনিশ্চিতকরণে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে l গৃহস্থালীর দায়িত্ব সম্পাদনের পাশাপাশি কর্মক্ষত্রে মহিলারা নিপুন বলে জানান। এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service