জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বুদ্ধপূর্ণিমা হিসেবে পালিত হয়। এই দিনটিকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। পাশাপাশি হিন্দুধর্মেও বৈশাখী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেবের আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন বুদ্ধদেবের পুজো করলে পার্থিব যাবতীয় দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীর মঙ্গল কামনায় সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাধানগরস্থিত বেনুবণ বিহারে যান ও ভগবান বুদ্ধের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। তাছাড়া আজকের এই শুভ দিনে রাজ্যের সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী তথা সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাজ্য
ভগবান বুদ্ধের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
- by janatar kalam
- 2022-05-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this