জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গল্পে আছে “বনের বাঘ যখন দুকদম পিছিয়ে যায় সেটা ওর দুর্বলতা নয় বরং লক্ষ্যবস্তুকে পাওয়ার জন্য 5 কদম ঝাঁপানোর”। ঠিক একই অর্থে সাংগঠনিক কাজ কর্মের মধ্য দিয়ে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে রাজ্যের মানুষের প্রাণ প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর পদত্যাগ। আগামী 2023 বিধানসভা নির্বাচনকে লক্ষ্যবস্তু করে সংগঠনকে শক্তিশালী করে আরো বেশি জনসাধারণের সমর্থন নিয়ে সরকার গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই সিদ্ধান্ত। শনিবার রাজ্যপালের নিকট পদত্যাগপত্র প্রদান করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সংগঠন থাকলে সরকার থাকবে, আর সরকার থাকলেই মুখ্যমন্ত্রী বহুবার হওয়া যাবে। প্রথমেই আমার সংগঠনকে টিকিয়ে রাখতে হবে, আর টিকিয়ে রাখতে পারলেই দীর্ঘমেয়াদী সরকার রাজ্যে প্রতিষ্ঠিত করা যাবে। বলা চলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যের মানুষ অপরিকল্পনীয় নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, তাছাড়া উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, স্মার্ট সিটি প্রকল্প, এবং রাজ্যে মা বোনেদের উজ্জ্বলা যোজনা প্রকল্প রান্নার গ্যাস প্রদান ও সরকারি দপ্তরের বিভিন্ন চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33 শতাংশ বরাদ্দ রাখাসহ নানা ধরনের প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। এখন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
রাজ্য
মুখ্যমন্ত্রী হোক কিংবা পৃষ্ঠা প্রমুখ বিপ্লব সবখানেই ফিট- বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2022-05-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this