2024-12-14
agartala,tripura
রাজ্য

শিক্ষা জাতীর মেরুদণ্ড – ডাঃ দিলীপ দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শিক্ষায় হলো জাতির মেরুদন্ড তাই আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার উপর জোর দিয়ে চলছে, আজকে যারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়েছেন তাদের পেছনে মূল কারিগর হলো সমাজের মেরুদন্ড শিক্ষকরা, তাই শিক্ষক-শিক্ষিকাদের উপর গুরু দায়িত্ব রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীরা যেন গুণগত শিক্ষা থেকে পিছিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখার সুতরাং শিক্ষায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সরকার কাজ করে চলেছে, বৃহস্পতিবার শহরতলীর চানমারি বিদ্যালয়ের তিনটি নবনির্মিত কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন এলাকার বিধায়ক ডাঃ দিলীপ দাস। জানা যায় দীর্ঘদিন ধরে চানমারি বিদ্যালয়ে রুমের অভাবে শিক্ষাগ্রহণে ব্যাপক সমস্যার সম্মুখীন ছিলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। সেই পরিস্থিতির কথা বিধায়ক জানতে পেরে দ্রুত সম্ভব বিদ্যালয়ে তিনটি কক্ষ নির্মাণ করার কাজ শুরু হয় এবং তা সম্পন্ন হয়ে গেলে বিদ্যালয়ের হস্তান্তর করা হয় ও ছাত্র-ছাত্রীদের স্বার্থে সেখানে যেন তিনটি শ্রেণীকে স্থানান্তরিত করা হয় তার নির্দেশ দেন এলাকার বিধায়ক ডাঃ দিলীপ দাস। তাছাড়া এদিন তিনি আরও বলেন রাজ্য সরকারের আরেকটি মূল লক্ষ্য হলো নেশা মুক্ত রাজ্য গড়া, বিধায়ক জানতে পেরেছেন যে কিছু দুষ্কৃতী নেশা কারবারিরা বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল না থাকায় বিদ্যালয়ে প্রবেশ করে নেশা সামগ্রী নিয়ে মেতে ওঠেন, সুতরাং সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে উনার ব্যক্তিগত নাম্বার প্রদান করেছেন ছাত্র-ছাত্রীরা যেন এই বিষয়ে ওনাকে অবগত করতে পারেন তারপর আইনি ব্যবস্থা করা তিনি করবেন এবং যদি কোনো ছাত্র বা ছাত্রী সেই নেশা কারবারীদের সাথে জড়িত থাকেন তাহলে এই আইনি বেড়াজাল থেকে তাদের অভিভাবকরা এসে ছাড়িয়ে নিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service