জনতার কলম প্রতিনিধিঃ- টি-টোয়েন্টি ফর্ম্যাট, আইপিএলের কথা উঠলেই এই মানুষটার কথা বলতেই হবে। বছরের পর বছর ধরে বোলারদের রাতের ঘুম উড়িয়েছেন ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে। তিনি ব্যাট হাতে মাঠে নামা মানেই গ্যালারি আছড়ে পড়া একের পর এক বল। চার-ছক্কার বন্যা। কিন্তু সেই ক্রিস গেল এবার কিছুটা অভিমানী। আর সেই অভিমান আইপিএল নিয়েই। কিন্তু কেন চলুন দেখে নেওয়া যাক, এক সাক্ষাৎকারে ইউনিভার্সাল বস ক্রিস গেইল বলেন, ”গত দু’বছর ধরে আইপিএল যে ভাবে চলছে, তাতে মনে হয়েছে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না। আমি ভাবলাম, যা হয়েছে আমার তো কিছু করার নেই। ক্রিকেট এবং আইপিএলে যথেষ্ট অবদান রাখার পরেও কেউ যদি প্রাপ্য সম্মান না দেয়, তা হলে ঠিক আছে। নিজের নাম নিলামের তালিকায় দেখার জন্য আকুল নই। এই নিয়ে অত কিছু ভাবিওনা আমি। সে জন্য ছেড়ে দিয়েছি। ক্রিকেটের পরেও তো জীবন থাকবে। আমি এই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
খেলা
IPL নিয়ে অভিমানি ক্রিস গেইল
- by janatar kalam
- 2022-05-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this