2024-12-14
agartala,tripura
রাজ্য

ফের শিক্ষা দপ্তরে টেট উত্তীর্ণরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আট মাস হতে চললেও শংসাপত্র না পাওয়ায় টেট পাস করা বেকাররা আবারও টিআরবিটি পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করলেন। টেট ওয়ান টেট টু পরীক্ষা দেওয়ার 8 মাস পরে সেপ্টেম্বর 2021-এ পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু TET পাশকারীদের শংসাপত্র দেওয়া হয়নি। বেকার যুবকরা যারা TET পাস করেছে তারা বেশ কয়েকবার TRBT কর্তৃপক্ষের সাথে দেখা করেছে। শেষবার তারা পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে দেখা করেছিলেন মে মাসের প্রথম দিকে৷ কিন্তু 5 মে পাস করার পরে, তারা কোনও বিজ্ঞপ্তি পাননি৷ বৃহস্পতিবার, 2021 টেট গ্র্যাজুয়েটরা টিআরবিটি কর্তৃপক্ষের সাথে দেখা করতে এসেছিলেন৷ এছাড়া তারা জানান, ৩৬৮৬ জন পরীক্ষার্থী টেট পাস করলেও সম্প্রতি মন্ত্রিসভা মাত্র ৬০০ প্রার্থীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বাকি তিন হাজার পাসের কী হবে তা নিয়ে তারা সন্দিহান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service