জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা: করোনা আচরণবিধির কারণে দু বছর পর পচিশে বৈশাখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রজয়ন্তী। উদ্যোক্তা তথ্য দপ্তর। বুধবার এক বৈঠকের পর আয়োজিত এক প্রেসমিটে এই অনুষ্ঠানের সমস্ত পরিকল্পনা বিস্তারিত ভাবে তুলে ধরেন তথ্যমন্ত্রী- সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল সহ অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিকে আট ও নয় মে দুই দিনে রীতিমতো চাদের হাট বসতে চলেছে রবীন্দ্রভবনে। পশ্চিমবঙ্গের শিল্পী জয়তী চক্রবর্তী ও মনোময় ভট্টাচার্য সহ রাজ্যের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন ও করা হয়েছে। পাশাপাশি আট তারিখ সকালে রবীন্দ্রকাননেও কবি প্রনামের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী শ্রী চৌধুরী।
রাজ্য
রবীন্দ্রজয়ন্তী পালনে উদ্যোগ তথ্য ও সংস্কৃতি দপ্তরের: সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-05-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this