2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দুদেশের সাংস্কৃতিক সম্পর্ক নিবিড় করতে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আমাদের রাজ্য ও পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে আত্মরিক সম্পর্ক রয়েছে তা সকলের জানা।আমাদের রাজ্য ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তারই অঙ্গ হিসাবে শুক্রবার বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সচিবালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। দুজনের আলোচনায় তথ্য ও সংস্কৃতিকে আরো কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছানো যায় এবং শ্রেষ্ঠত্বের আসনে বসাতে হলে কি কি করণীয় সেসব বিষয়ে মূলত আলোচনা করা হয় বলে জানা যায় মন্ত্রীদ্বয়ের পক্ষ থেকে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service