জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যে গুণগত শিক্ষার মান উন্নয়নে ১২৫ টি বিদ্যালয়কে মিশন বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষার সম্প্রসারণ ও গুনগত শিক্ষার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। আজ কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের বড়ছড়াতে ১০০ আসনবিশিষ্ট নবনির্মিত ছাত্রাবাসের দ্বারোদঘাটন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রেম কুমার রিয়াৎ , এমডিসি শৈলেন্দ্র নাথ , জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ড . বিশাল কুমার , উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি , জেলার পুলিশ সুপার ড . কিরণ কুমার কে , জেলার কল্যাণ আধিকারিক হেমস্ত দেববর্মা , কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ আচার্য দশদা বিএসি চেয়ারম্যান জিরেন্দ্র রিয়াং প্রমুখ । বড়ছড়াতে ছাত্রাবাসের দ্বারোদঘাটন উপলক্ষে বড়ছড়া হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন মিজোরাম থেকে আসা ব্লু অভিবাসী পরিবারগুলি দীর্ঘ ২৩ বছর যাবৎ কাঞ্চনপুরে বসবাস করছিলেন । পূর্বের সরকার তাদের সমস্যার সমাধান করেনি । কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের বিভিন্ন স্থানে ব্লু অভিভাসীদের স্থায়ী পুনর্বাসন দেওয়া হচ্ছে । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে পরিসুত পানীয়জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন সূচনা করেছেন । রাজ্যে জল জীবন মিশনে এখন পর্যন্ত ৫০ শতাংশের বেশী পরিবারে পাইপলাইনের মাধ্যমে পরিসুত পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে । রাজ্যের এডিসিভুক্ত জনপদগুলিকে জাতীয় সড়কের সাথে যুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে । এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন , আত্মনির্ভর ত্রিপুরা গড়তে হলে দশদা কাঞ্চনপুরেরও সার্বিক বিকাশ ঘটাতে হবে । তিনি আরও বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( গ্রামীণ ) ২ লক্ষ ২৮ হাজার পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে কোভিড অতিমারীর সময়েও প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় রাজ্যে বিনামুল্যে রেশনিং খাদ্যসামগ্রী সহ কোভিড টিকাকরণ প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে বিধায়ক প্রেম কুমার রিয়াং বলেন , রাজ্যের প্রত্যন্ত এলাকায় পিছিয়েপড়া জনজাতি অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে হোস্টেল নির্মাণ করা হচ্ছে । শিক্ষাই জাতির মেরুদন্ড । শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় । উল্লেখ্য , এই নবনির্মিত ছাত্রাবাসের নির্মাণে বায় হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৬৪ হাজার ৭৮৯ টাকা অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দশদা ব্লকের অন্তর্গত আনন্দবাজারস্থিত রতনমুনি আশ্রম পরিদর্শন করেন । সেখানে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , রাজ্য সরকার প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করছে । কিন্তু তার আগে দীর্ঘ সময়কাল রাজ্যের সর্বাঙ্গীন বিকাশে ঠিকভাবে কাজ হয়নি । কেন্দ্রীয় ও রাজ্য বিভিন্ন প্রকল্প তথা প্রধানমন্ত্রী আবাস যোজনা , উজ্জ্বলা যোজনা , প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা , জল জীবন ও অটল জলধারা মিশনের মাধ্যমে রাজ্যের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করা হয়েছে । তিনি আরও বলেন , বর্তমান সরকার মহিলাদের সশক্তিকরণের প্রয়াস নিয়েছে । রতনমুনি আশ্রম পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রেম কুমার রিয়াৎ , দশদা বিএসি চেয়ারমান জিরেন্দ্র রিয়াহ্ , উত্তর জলার জেলাশাসক নাগেশ কুমার বি , জেলার পুলিশ সুপার ড কিরণ কুমার কে , কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ আচার্য , রতনমুনি সেবাশ্রমের কর্মকর্তাগণ ।
রাজ্য
জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষার সম্প্রসারণ ও গুনগত শিক্ষার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে: মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-04-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this