জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ২০১৭ পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, এদিনের বৈঠকে সংগঠনের এক সদস্য বলেন, ২০১৭ সালে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪৫১ জনকে বাছাই করে চাকুরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময় বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। সরকার যাতে প্রতিশ্রুতি পালন করে তার জন্য দাবি জানানো হচ্ছে। কেননা সবকা সাথ, সবকা বিকাশের কথা বলছে সরকার। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কেন বেকার যুবকদের জীবনে সর্বনাশ ডেকে এনেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা। এর জন্য এক সপ্তাহ সময় বেধে যাওয়া হয় এদিন সংগঠনের পক্ষ থেকে। না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠনের কর্মীরা, প্রয়োজনে পুনরায় আদালতের দ্বারস্থ হবে বলে জানান এই দিনে সুচিয়া দেববর্মা।
রাজ্য
সরকারকে সময় বেঁধে দিল ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর চাকরি প্রত্যাশী বেকাররা
- by janatar kalam
- 2022-04-11
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this