2024-12-15
agartala,tripura
অপরাধ

কল্যাণপুরে সিনেমার কায়দায় চুরি জনমনে চাঞ্চল্য

জনতার কলম কল্যানপুর প্রতিনিধিঃ- কল্যাণপুরে সিনেমার কায়দায় চুরি। জনমনে চাঞ্চল্য।ফের চুরির ঘটনা প্রকাশ্যে এলো কল্যাণপুরে। দিনের-পর-দিন কল্যাণপুর থানা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ এখন চুরি হলো কল্যাণপুর হাসপাতালের নতুন ভবন এর একরকম দরজা ভেঙ্গে হাসপাতালের ভেতরে ঢুকে চোরের দল নিয়ে যায় প্রায় ৬ লাখ টাকার ইলেকট্রিকের তার সহ নানা সরঞ্জাম। বেশ ক্ষতি হয়। আগরতলা ধলেশ্বরের বাসিন্দা অভিজিৎ কর কল্যাণপুর হাসপাতালের নতুন ভবন এর ইলেকট্রিক্যাল কাজ এর বরাত পান। যথারীতি কাজ প্রায় শেষের পথে। এমতাবস্থায় চুরির ঘটনা সংঘটিত হলো গতকাল রাতে কোন এক সময় চোরের দল হাসপাতালে হানা দিয়ে নিয়ে যায় বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম। আজ সকালে ইলেকট্রিকের কাজে নিযুক্ত কর্মীরা হাসপাতালে নতুন ভবনে এসে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ উনাদের। হাসপাতালে প্রত্যেকটি ইলেকট্রিক বোর্ড ভাঙ্গা অবস্থায়। প্রত্যেকটি বিদ্যুৎ কেসিং খোলা অবস্থায়। পড়ে রয়েছে মেঝেতে। যাইহোক এমন চুরির ঘটনা জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা কল্যাণপুর এলাকায়। নতুন ভবনে থাকা ইলেক্ট্রিক্যাল কর্মীদের পক্ষে জানানো হয় কল্যাণপুর থানায়। যথারীতি পুলিশ তদন্ত শুরু করেছে। অনেকটা সিনেমার কায়দায় চুরির ঘটনা সংঘটিত হলো।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service