জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার রাজধানীর আইজিএম হাসপাতালের গাইনো ডিপার্টমেন্টের লিফটের পরিদর্শনে যান বিধায়ক তথা রাজ্যের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস। এদিন বিধায়ক ডাঃ দিলীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে রাজধানীর আইজিএম হাসপাতলের লিফটের বিকল হওয়ার ফলে রোগীরা বিশেষ করে গর্ভবতী মায়েদের ব্যাপক সমস্যার সম্মুখীন হওয়ার যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখেই তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছেন এবং তা সরকারের নজরে নেওয়া হয়। তারপর গর্ভবতী মায়েদের সমস্যার কথা মাথায় রেখে তাদের যেন কোন প্রকার সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে ৩৩ লক্ষ্য টাকা ব্যায়ে গুরুত্ব বিচার করে গাইনো বিভাগের বিকল লিফটি ঠিক করানো হয় বলে জানান। তাছাড়া এদিন তিনি আরো বলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকে অনেক কিছু পরিবর্তন করে নতুন করে শুরু করা হয়েছে যেমন অর্থোপেডিক্স , জেনারেল সার্জারি , তাছাড়া অনলাইন রেজিস্ট্রেশন শুরু করার চিন্তাভাবনা চলছে বলে জানান। গাইনো বিভাগের বিকল লিফ্ট পুনরায় চালু হওয়ায় খুশি রোগীর আত্মীয় পরিজনরা।
রাজ্য
গাইনো বিভাগে বসানো নতুন লিফট পরিদর্শনে ডাক্তার দিলীপ দাস
- by janatar kalam
- 2022-04-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this