2024-11-17
agartala,tripura
দেশ

নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়ে ক্ষমতায় আসতে চায়, বিরোধীদের রক্তে রাঙিয়ে নয়- অমিত শাহ

জনতার কলম প্রতিনিধিঃ- একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি । তাঁদের কর্মীদের খুনের অভিযোগ করেছে গেরুয়া শিবির। সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজপুরহাট কাণ্ডের মতো ঘটনা ঘটেছে। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বুধবারের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাছাড়া লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে ‘আমরা চাই সব রাজ্যে ক্ষমতায় আসতে। কিন্তু রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসতে চাই। বিরোধীদের খুন করে, তাঁদের মা-বোনদের ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না।’ তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি খুলে বলেন, “হ্যাঁ আমি চাই সব জায়গায় আমাদের সরকার হোক। সেই জন্যই তো নির্বাচনে লড়াই করি। কে চায় না সব জায়গায় নিজেদের সরকার গড়তে? আপনারাও তো গোয়া, ত্রিপুরায় গিয়েছেন। আপনারা যান, এতে আপত্তির কী রয়েছে? আপত্তি তাঁদের হতে পারে, যাঁদের মনে ক্ষমতা হারানোর ভয় রয়েছে। আমরা নির্বাচন, মতাদর্শে মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই। কিন্তু বিরোধীদের কর্মীদের খুন করে, মা-বোনদের ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service